সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় নব-নির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি: বিভাগ সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালী কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সিরাজগঞ্জ প্রান্তে উপস্থিত থেকে এ কনফারেন্সে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদও আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। ডা. সামিউল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য রাখেন,স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা সচিব আলী হোসেন, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম।
সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী প্রমুখ।