শাহজাদপুরে গ্রামীন ফোন ডিষ্ট্রিবিউশন হাউজের ১৮ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে দূধর্ষ চুরি হয়েছে। এতে গ্রামীন ফোনের রিচার্জ কার্ড, মিনিট কার্ড, এমবি কার্ড ও নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানাগেছে।
গ্রামীন ফোন ডিষ্ট্রিবিউশন হাউজের ম্যানেজার আজাদুর রহমান আরমান জানান, শনিবার রাতে মণিরামপুর বাজারের সিরাজ ম্যানশনের ৩য় তলায় গ্রামীন ফোনের ডিষ্টিবিউশন সেন্টার সিরাজ ট্রেডার্সের জানালার গ্রীল কেটে প্রথমে বারান্দায় প্রবেশ করে, পরে কৌশলে রুমের দরজা খুলে নগদ টাকা ও সকল প্রকার কার্ড চুরে করে নিয়ে যায় চোরেরা। এতে নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান। পরে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে, অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, প্রাথমিক অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে দূধর্ষ চুরি হয়েছে। এতে গ্রামীন ফোনের রিচার্জ কার্ড, মিনিট কার্ড, এমবি কার্ড ও নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানাগেছে। গ্রামীন ফোন ডিষ্ট্রিবিউশন হাউজের ম্যানেজার আজাদুর রহমান আরমান জানান, শনিবার রাতে মণিরামপুর বাজারের সিরাজ ম্যানশনের ৩য় তলায় গ্রামীন ফোনের ডিষ্টিবিউশন সেন্টার সিরাজ ট্রেডার্সের জানালার গ্রীল কেটে প্রথমে বারান্দায় প্রবেশ করে, পরে কৌশলে রুমের দরজা খুলে নগদ টাকা ও সকল প্রকার কার্ড চুরে করে নিয়ে যায় চোরেরা। এতে নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান। পরে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে, অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, প্রাথমিক অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।