সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে বাঘাবাড়ি-ডেমরা সড়কে পিকাপভ্যানের ধাক্কায় শনিবার ভোর ৬টার দিকে আবু বক্কার মন্ডল (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত শেফাত মন্ডলের ছেলে।
এ বিষয়ে এলাকাবাসি জানান, এদিন ভোর ৬ টার দিকে আবু বক্কার মন্ডল (৮৫) রাস্তা পার হতে গেলে হওয়ার সময় পিকআপভ্যানটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। কিন্তু নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।