পাড়কোলার ভবিষ্যৎ ফুটবলারদের সাথে স্বনামখ্যাত ফুটবলার আঁখি!!!
খেলাধুলা ও সামাজিক কাজের মাধ্যমে সমাজের তথা পাঁড়কোলা গ্রামের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে  'পাঁড়কোলা ইয়ুথ ক্লাব' নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্ম নিরপেক্ষ  ক্রীড়া ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ।
গতকাল রবিবার, ২৫ জুলাই ২০২১ রাতে পাঁড়কোলা ইয়ুথ ক্লাব এর প্রতিষ্ঠাতা এডমিন জনাব কেএম জাহিদুজ্জামান, কান্ট্রি ডিরেক্টর, হোপ ফাউন্ডেশন, কক্সবাজার তিনি উক্ত ক্লাবের ফেসবুক গ্রুপে জানান,
প্রিয় গ্রামবাসী, আসসালামুআলাইকুম। গ্রুপে সংযুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন!
বর্তমান করোনার অতিমারি পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য অবশ্যই সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলুন।
আপনারা সবাই অবগত আছেন যে, বর্তমান প্রযুক্তির (মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, ভাইভার, ইনস্টাগ্রাম, ইত্যাদি) ভয়াল থাবায় সমাজের তথা গ্রামের যুব সমাজ গ্রামীন স্বাভাবিক কার্যকলাপ, খেলাধুলা, কৃষ্টি-কালচার সম্পর্কে ভুলে যেতে বসেছে আর ঠিক সেই পরিস্থিতিতে আমরা সবাই একত্রিত হয়ে বিলুপ্ত সেই গ্রামীন ঐতিহ্য, খেলাধুলা, কৃষ্টি-কালচার ফিরিয়ে আনার চেষ্টা করবো আর এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই 'পাঁড়কোলা ইয়ুথ ক্লাব' নামক একটি অলাভজনক ক্রীড়া ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করতে যাচ্ছি। প্রসঙ্গতঃ বলা দরকার, আমরা এই সকল প্রযুক্তির (মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, ভাইভার, ইনস্টাগ্রাম, ইতাদি) সুষ্ঠু ও যথোপযুক্ত ব্যবহারের পক্ষে সর্বদাই আছি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবার গঠনমূলক মতামত একান্তভাবে কাম্য। সবাই সুস্বাস্থ্য কামনা করছি!!!