ছবি- ভ্রাম্যমান আদালত সূত্রে সংগৃহীত
করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্য করার দায়ে শাহজাদপুরে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নামে ৩ টি মামলা দেয়া হয়।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ আব্দুল হাই শেখ।
জানা যায়, শাহজাদপুর উপজেলার করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিতে মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৩ টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৬ জনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।