গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৭২

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জন মারা গেছেন। আজ শনিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জন মারা গেছেন। আজ শনিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত করোনায় মোট ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৮৮৪ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ।

এর আগে, গতকাল শুক্রবার ২১২ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১১ হাজার ৩২৪ জন।