শাহজাদপুরে দুস্থদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছালেন প্রফেসর মেরিনা জাহান কবিতা

করোনাকালে সরকার ঘোষিত শাটডাউনের দ্বিতীয় সপ্তাহে সেবা শাহজাদপুর এর মাধ্যমে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

করোনাকালে সরকার ঘোষিত শাটডাউনের দ্বিতীয় সপ্তাহে সেবা শাহজাদপুর এর মাধ্যমে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য  প্রফেসর মেরিনা জাহান কবিতা।

শুক্রবার (৯ জুলাই)  বিকেলে শক্তিপুর গ্রামের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে সেবা শাহজাদপুর এর কর্মীরা এ খাদ্য সামগ্রী পৌছে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সেবা শাহজাদপুর চেয়ারম্যান মনিরুল গনি চৌধুরী শুভ্র, পারচেজ এন্ড ডেলিভারি বিভাগের পরিচালক ফারুক হাসান কাহার, সেবা শাহজাদপুর এর কর্মকর্তা সাংবাদিক জহুরুল ইসলাম, মাসুদ মোশাররফ ও আশিক আহমেদ রাফি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী  আজিম, বকুল হোসেন ও নাজমুল হোসেন।