মোংলা বন্দরে পৌঁছেছে অত্যাধুনিক হারবার ক্রেন

জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ ইমকি মোংলা বন্দরে ভিড়েছে। ইতালির পতাকাবাহী জাহাজটি বুধবার বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মোংলা বন্দরের জন্য অত্যাধুনিক তিনটি মোবাইল হারবার ক্রেন ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশ আনা হয়েছে।

জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ ইমকি মোংলা বন্দরে ভিড়েছে। ইতালির পতাকাবাহী জাহাজটি বুধবার বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মোংলা বন্দরের জন্য অত্যাধুনিক তিনটি মোবাইল হারবার ক্রেন ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশ আনা হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, ১ হাজার ৩৩২ মেট্রিক টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। এসব ক্রেন দিয়ে বন্দরে আসা ১২ সারির কন্টেইনার জাহাজের কন্টেইনার একসঙ্গে স্থানান্তর করা যাবে।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, একমাস আগে জার্মানির রকস্ট্রক বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আগামী পাঁচ দিনের মধ্যে ইমকি জাহাজ থেকে অত্যাধুনিক এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের দিয়ে এটি বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে। এর আগে বন্দর কর্তৃপক্ষ গত ১৫ জুন আরও দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে নতুন নতুন যন্ত্রাংশ সংযোজন করা হচ্ছে। বন্দর উন্নয়নে প্রায় সাতশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।