গাজায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

শাহজাদপুর সংবাদ ডেস্ক : মৃতুপুরী গাজায় ইসরায়েলের হামলার ত্রয়োদশ দিন রোববার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এদিন দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এতে গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। খবর বিবিসি অনলাইনের:
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৫০১। আহত হয়েছেন কমপক্ষে আরো ৩,১৩৫ জন।
আজ সোমবার চতুর্দশ দিনে গড়িয়েছে ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্য-সংকট নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।
বৈঠকের আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় ইসরায়েলি হামলাকে একটি ‘নৃশংস পদক্ষেপ’ বলে তীব্র নিন্দা জানান। অবিলম্বে সহিংসতা বন্ধ করারও আহ্বান জানান তিনি।
আজ সকালে গাজায় চালানো ইসরায়েলের বিমান হামলায় একটি পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। এ ছাড়া একটি মোটরবাইকে চালানো হামলায় অপর এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আজকের প