সংবাদ :যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত চার ঈদের তুলনায় এবারও মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে । বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনরাগাঁওয়ের চৌরাস্তা এলাকার রাস্তার সংস্কার কাজ পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ বিভাগের কোনো রাস্তা নয়, বর্ষায় ক্ষতিগ্রস্ত এলজিইডির রাস্তা নিয়ে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম অন্যায়ভাবে আঘাত করেছে, তারপরও এর কোনো প্রতিবাদ করবো না। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাস্তার অবস্থা নিজ চোখে দেখে যাত্রীদের বিশ্বাস করতে বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী আরও বলেন,আগামী তিন দিন খুব চ্যালেঞ্জিং—রাস্তার কারণে মহাসড়কের কোথায়ও যানবাহন আটকে থাকবে না, সবাই যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে এটা কোনো সমস্যা না, ঈদের আগ পর্যন্ত সব মহাসড়ক নিজে মনিটরিং করবেন— এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ওইসময় কোথাও যেন শৃঙ্খলা ভঙ্গ না হয় সেজন্য মোবাইল মনিটরিং টিম, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, র্যা ব, জেলা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে কাজ করবে। ঈদের আগে তিন দিন এবং পরের দুই দিন খাদ্যসামগ্রী ছাড়া সকল ধরনের ভারি যারবাহন সড়ক মহাসড়কে চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত