শাহজাদপুর সংবাদঃ অতীতকালে শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের গাঁওগেরামে দেখা মিলতো বিভিন্ন ধরনের প্যাঁচার। প্যাঁচা ওইসব বিচিত্র প্যাঁচা নিয়ে কত কবি যে কত কবিতা লিখেছেন,তার খবর কে রাখে ? কালের আবর্তনে সময়ের পরিধিতে খাবার, বাসযোগ্য পরিবেশের অভাব, প্রাকৃতিক প্রতিকূলতাসহ বহুমুখী কারনে উত্তরাঞ্চলের নিভৃত পল্লী গাঁওয়ে আর দেখা মেলেনা বিভিন্ন ধরনের প্যাঁচার। অতীতে ‘হুতোম প্যাঁচা’র ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়ানো হতো। এখন বিলুপ্তপ্রায় ওইসব পে্যঁচা নিয়ে আর কবিদের কবিতা লিখতেও দেখা যায়না বা শিশুদের ‘হুতোম প্যাঁচা’র ভয়ও আর দেখানো হয়না। বিচিত্র বহু ধরনের প্যাঁচার মধ্যে বিরল প্রজাতির একটির নাম ‘লক্ষী প্যাঁচা’। গতকাল রোববার শাহজাদপুর