বর্ষা। শব্দটির ভেতর যেন বৃষ্টিরানী লুকোচুরি করে। আকাশে পরীর মতো ডানা মেলে ঘুরে বেড়ায় মেঘ। কখনো অভিমানে টিপটিপ রিমঝিম, কখনো অঝোর ধারায় ঝড়ে বৃষ্টি। এসে যায় বর্ষা। গ্রামের মাঠ-ঘাট, খাল-বিল জলে থৈ থৈ, টইটম্বুর চারিদিক। নৌকা ছাড়া কোথাও চলাফেরা করা দায়। যে দিকে দুই চোখ যায়, সে দিকেই শুধু জল আর জল। বর্ষা এলেই রিকু মাছ ধরে। কখনো বড়শি দিয়ে, কখনো জাল দিয়ে। এ সময় সে স্কুলে যেতে পারে না। এবার বর্ষায় রিকুর মামাতো ভাই রকি ওদের বাড়িতে এসেছে। শহর থেকে তারা এসেছে গ্রামের বর্ষা দেখার জন্য। চারদিক