কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত-৩০ 

কিশোরগঞ্জ প্রতিনিধি ■ কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


আহতদের মধ্যে চালক মুকুল হাওলাদার (৪৫), সফিউর রহমান (২৫), কুলসুম বেগম (৩০), রাসেল মিয়া (২৭), হাবুল মিয়া (৫০), সাইমা (৮) কে গুরুতর আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ২০-২৫জনকে কুলিয়ারচর, ভৈরব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্যানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কুলিয়ারচরের বাজরা বাজারের কাছে মনোহরপুর নামক স্থানে ফ্রেশ কোম্পানির দুধ পরিবহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনন্ত ৩০জন আহত হয়েছেন। খবর পেয়ে কুলিয়ারচর ও বাজিতপুর ফায়ারব্রিগেডের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসা