রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

Rajshahi  Photo 04.08


রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা এমদাদুল হক আহত হয়েছেন। রোববার গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।


আহত মুক্তিযোদ্ধা এমদাদুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার উপজেলার দামকুড়া হাট এলাকার আলোকছত্র গ্রামের বাসিন্দা।


আহত মুক্তিযোদ্ধা এমদাদুল হক (৬২) সাংবাদিকদের জানান, রোববার সকাল ১১টার দিকে তিনি ঈশ্বরীপুর এলাকার একটি জমি দেখতে যান। এ সময় ওই এলাকার ওয়াজেদ আলী ও সাদেক আলীর নেতৃ

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা এমদাদুল হক আহত হয়েছেন। রোববার গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধা এমদাদুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার উপজেলার দামকুড়া হাট এলাকার আলোকছত্র গ্রামের বাসিন্দা।

আহত মুক্তিযোদ্ধা এমদাদুল হক (৬২) সাংবাদিকদের জানান, রোববার সকাল ১১টার দিকে তিনি ঈশ্বরীপুর এলাকার একটি জমি দেখতে যান। এ সময় ওই এলাকার ওয়াজেদ আলী ও সাদেক আলীর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারলো অস্ত্রের আঘাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। ঘটনার শেষ পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রাজশাহীর গোদাগাড়ী থানার (ওসি) জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।