ইসরাইলের সেনা প্রত্যাহারের ঘোষণা

P5_Gajai-Canser


শাহজাদপুর সংবাদ ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রায় একমাসের টানা হামলায় প্রায় দুহাজার মানুষ হত্যার পর তারা এ ঘোষণা দিল। এরআগে মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস।মঙ্গলবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন পূর্বশর্ত ছাড়াই তারা মিশরের প্রস্তাব গ্রহণ করেছে, এবং তারা কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে। এদিকে মিশর জানায়, এই যুদ্ধবিরতি গাজায় সংঘাত অবসান ও স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মিশরের মধ্যস্থতাকারী কর্মকর্তারা জানায়, তাদের প্রস্তাব করা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়। মঙ

শাহজাদপুর সংবাদ ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রায় একমাসের টানা হামলায় প্রায় দুহাজার মানুষ হত্যার পর তারা এ ঘোষণা দিল। এরআগে মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস।মঙ্গলবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন পূর্বশর্ত ছাড়াই তারা মিশরের প্রস্তাব গ্রহণ করেছে, এবং তারা কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে। এদিকে মিশর জানায়, এই যুদ্ধবিরতি গাজায় সংঘাত অবসান ও স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মিশরের মধ্যস্থতাকারী কর্মকর্তারা জানায়, তাদের প্রস্তাব করা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সোমবার দিনভর মিশরে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয় ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন দল। ইসরাইল এর আগে সেখানে কোনো প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। মিশরে শান্তি আলোচনায় ফিলিস্তিনের মূল দাবির মধ্যে রয়েছে, গাজা থেকে ইসরাইলি বাহিনী ও তাদের আরোপ করা অবরোধ প্রত্যাহার, এবং সীমান্তের সংযোগ পয়েন্টগুলো খুলে দেয়া। এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, প্রতিবারই হামাস এবং ইসরাইল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।সোমবার ইসরাইল মানবিক কারণে সাত ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু এরপর পরই তারা গাজার উত্তরে একটি শরণার্থী শিবিরে গোলাবর্ষণ শুরু করে। এতে একজন নারী ও একজন কিশোরী প্রাণ হারায়। রবিবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর জাতিসংঘ ও ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরাইল সোমবারের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করে। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানায়, চার সপ্তাহের সংঘর্ষে আঠারোশ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই সময়ে ৬৭ জন ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া ইসরাইলে বসবাসকারী একজন থাই নাগরিকও নিহত হয়েছেন। এদিকে, সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির মূল লক্ষ্য তার নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। হামাসের সুড়ঙ্গগুলো পুরোপুরি ধ্বংস করার আগ পর্যন্ত হামলা চলবে।