শাহজাদপুরে গ্রাম্য শালিসে ৪৫ হাজার টাকা জরিমানা !

শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুরে গ্রাম্য শালিসে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে গ্রামের মাতব্বররা। জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মতব্বরা শহিদুল ও হাসান নামক দু’জনকে অমানবিক মারপিট করে। এতে শহিদুলের অবস্থা আশংকাজনক হলে তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গারাদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামে। জানা গেছে, উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ গ্রামের হামিদুলের পুত্র শহিদুল (৩০) ঈদের ২ দিন পর বৃহস্পতিবার ধর্ম শালিকা লিমা (১৪) এর অনুরোধে তাকে নিয়ে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখতে যাওয়ার পরে শহিদুলের বন্ধু হাসানের সাথে দেখা হয়। পরে তারা তিনজন মিলে সিনেমা দেখে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গ্রাম্য মাতব্বররা শালিসের আয়োজন করে। শালিসে সিনেমা দেখার জন্য শহিদুলের ৩০ হাজার টাকা ও তার বন্ধু হাসানের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে অস্বীকৃতিত জানালে মতব্বরা শহিদুল ও হাসানকে বেদম প্রহার করে। এতে শহিদুলের অবস্থা আশংকাজনক হলে তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী গ্রাম্য মাতব্বরদের বে-আইনী জরিমানা ও অমানবিক নির