মুকসুদপুরে ৫ গ্রামে চলছে শোকের মাতম

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুলাতন দীঘিরপাড়, বড়দিয়া, গোবিন্দপুর, কৃষ্ণাদিয়া ও আলীপুর গ্রামে চলছে শোকের মাতম। গত সোমবার সুলতান দিঘীরপাড় গ্রামের মিরাজ খোন্দকার তার স্ত্রী পলি বেগম ও তার শিশু কন্যা মেঘলাকে নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দেয়। পদ্মায় লঞ্চ ডুবিতে মিরাজ খোন্দকার কোন রকম বেঁচে গেলেও স্ত্রী ও শিশু কন্যাকে বাঁচাতে পারেননি। স্ত্রী কন্যার শেকে মিরাজ খোন্দকার নির্বাক হয়ে পড়ে রয়েছেন।


রাগদি ইউনিয়নের চেয়ারম্যান সাঈদুর রহমান টুটুল জানান, বড়দিয়া গ্রামের এবাদুলের স্ত্রী মাকসুদা বেগম, তার ছেলে হানিফ ও মেয়ে মেরী আক্তার নিখোঁজ রয়েছে। স্ত্রী সন্তানকে হারিয়ে ইবাদুল এখন মুষড়ে পড়েছেন। তার পরিবারে চলছে শোকের মাতম। তিনি সমাহিত করার জন্য স্ত্রী ও সন্তানের লাশ ফেরৎ চেয়েছেন।


কৃষ্ণাদিয়া গ্রামের সালাম মোল্যার একমাত্র ছেলে মিন্টু মোল্লা (২১)লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে। ঘটনাস্থল থেকে মিন্টুর ব্যাগ উদ্ধার হয়েছে। একমাত্র ও উপার্জনক্