শাহজাদপুর সংবাদ ডট কমঃ ভারতের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঠাঁই পায়নি। শুধু তাই নয়, এ তালিকায় ভারতের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) অবস্থান আরো ১০ ধাপ নেমে ২২২-এ এসে দাঁড়িয়েছে। গত বছর এ তালিকায় আইআইটি’র অবস্থান ছিল ২১২তে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ তালিকার শীর্ষে আসন করে নিয়েছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং’ নামের এ তালিকার তিন নম্বরে রয়েছে ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া, তালিকায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর তালিকায় ঠাঁই পেয়েছে চীন, জাপান এবং কোরিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়।
