ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোলে রেড এলার্ট

ebola


যশোহর প্রতিনিধিঃ ইবোলা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল পুলিশ ইমগ্রেশন, বন্দর ও কাস্টমস চেকপোস্টে রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ প্রতিরোধ ব্যবস্থাগ্রহণ করার লক্ষ্যে চার সদস্যের একটি মেডিকেল টিম সকাল থেকে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। ইবোলা ভাইরাস বহনকারী কোনো রোগী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ করে লাইবেরিয়া, নাইজেরিয়া, গিনিসহ দক্ষিণ আফ্রিকার দেশ থেকে আসা পাসপোর্ট যাত

যশোহর প্রতিনিধিঃ ইবোলা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল পুলিশ ইমগ্রেশন, বন্দর ও কাস্টমস চেকপোস্টে রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ প্রতিরোধ ব্যবস্থাগ্রহণ করার লক্ষ্যে চার সদস্যের একটি মেডিকেল টিম সকাল থেকে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। ইবোলা ভাইরাস বহনকারী কোনো রোগী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ করে লাইবেরিয়া, নাইজেরিয়া, গিনিসহ দক্ষিণ আফ্রিকার দেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ও নজরদারি বাড়ানো হযেছে।

মেডিকেল টিমের প্রধান ডা. হাসনাত আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেনাপোল চেকপোস্টে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ইবোলা ভাইরাসের কোনো উপসর্গ এখনও পর্যন্ত এখানে পাওয়া যায়নি।