শাহজাদপুরে বন্যা পরিস্থিতির  অবনতি- পানিবন্দী পরিবারগুলো সংকটে

6

শাহজাদপুর সংবাদ ডটটম : যমুনা, করতোয়া, বড়ালসহ সবগুলো নদীর পানি ৪ সে.মি. বৃদ্ধি পাওয়ায়  গত ২৪ ঘন্টায় শাহজাদপুর উপজেলার পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেতে চলেছে। পৌর এলাকার শান্তিপুর, বাড়াবিল, রুপপুর, ভেরুয়াদহ, শেরখালী, দাবাড়িয়া, মাদলাসহ নতুন নতুন নিচু  এলাকার বাড়ীঘর ও রাস্তাঘাট  বন্যার পানিতে ডুবে  যাচ্ছে।। উপজেলার ৫ হাজার হেক্টর বাথান ল্যান্ড ও গোচারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় এলাকায় গবাদী পশুর কাচা ঘাসের অভাব দেখা দিয়েছে। ফলে বাজারে খর, খৈল ও ভুষির চাহিদা ব্যপক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এসব গো-খাদ্য উচ্চ মুল্যে বিক্রি করছে। ফলে উপজেলার গরুর খামার মালিকেরা তাদের গবাদী পশু নিয়ে চরম বিপাকে পড়েছে। পৌর এলাকার উড়িরচর গ্রামের পানিবন্দী মানুষ জন ঘরের চালে ও মাচা বেধে রোদ বৃষ্টিতে ভিজে  বন্যা মোকালে করতে শুরু করেছে।বন্যার কারনে

শাহজাদপুর সংবাদ ডটটম : যমুনা, করতোয়া, বড়ালসহ সবগুলো নদীর পানি ৪ সে.মি. বৃদ্ধি পাওয়ায়  গত ২৪ ঘন্টায় শাহজাদপুর উপজেলার পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেতে চলেছে। পৌর এলাকার শান্তিপুর, বাড়াবিল, রুপপুর, ভেরুয়াদহ, শেরখালী, দাবাড়িয়া, মাদলাসহ নতুন নতুন নিচু  এলাকার বাড়ীঘর ও রাস্তাঘাট  বন্যার পানিতে ডুবে  যাচ্ছে।। উপজেলার ৫ হাজার হেক্টর বাথান ল্যান্ড ও গোচারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় এলাকায় গবাদী পশুর কাচা ঘাসের অভাব দেখা দিয়েছে। ফলে বাজারে খর, খৈল ও ভুষির চাহিদা ব্যপক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এসব গো-খাদ্য উচ্চ মুল্যে বিক্রি করছে। ফলে উপজেলার গরুর খামার মালিকেরা তাদের গবাদী পশু নিয়ে চরম বিপাকে পড়েছে। পৌর এলাকার উড়িরচর গ্রামের পানিবন্দী মানুষ জন ঘরের চালে ও মাচা বেধে রোদ বৃষ্টিতে ভিজে  বন্যা মোকালে করতে শুরু করেছে।বন্যার কারনে কর্মোহীন অনেক পরিবারে খাদ্য সংকোট শুরু হয়েছে। ভাসমান নৌকার উপর শিশু সন্তানদের নিয়ে অতি কষ্টে দিনযাপন করছে।  পানিবন্দী মনিরুল জানায়, তাদের ঘরে খাবার না থাকায় তারা গত দুদিন ধরে আধপেটা খেয়ে না খেয়ে অতি কষ্টে জীবন ধারন করে রয়েছেন।শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, সরজমিন পরিদর্শন করে এসব দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসকে কাছে ত্রাণ সামগ্রীর চাহিদা পাঠানো হয়েছে।