আদালতের রায়ে খালাস পেলেন এমপি স্বপন

অর্পিত সম্পত্তির মামলায় ভুয়া আম মোক্তার নামা দাখিলের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর ০৬ আসনের সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ মামলার অপর আসামি দলিল লেখক আঃরশিদকেও খালাস পেয়েছে।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) মামলার রায় প্রকাশের জন্য দিন ধার্য ছিল এদিন দুপুর বারোটার দিকে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবু খান শাহিন কনক প্রকাশ্যে এজলাসে রায় ঘোষণা করেন।

রায়ের বিষয় নিশ্চিত করে সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আইনজীবী এ্যাডভোকেট আঃ হাই বলেন সাংসদ হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো। আদালতে আমরা প্রমান তা করতে সক্ষম হয়েছি। স্বাক্ষী প্রমান নিয়ে আদালত আজকের এ রায় দিয়েছেন। আদালতের রায়কে শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বাদী হয়ে , শাহজাদপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রশিদ ও দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের পুত্র মোঃ হাসিবুর রহমান স্বপন আসামী করে ভুয়া আম মোক্তারনামা আদালতে দাখিলের অভিযোগে শাহজাদপুর আমলী আদালতে এই মামলা দায়ের করেছিলো। রায়ে মাধ

অর্পিত সম্পত্তির মামলায় ভুয়া আম মোক্তার নামা দাখিলের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর ০৬ আসনের সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ মামলার অপর আসামি দলিল লেখক আঃরশিদকেও খালাস পেয়েছে। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) মামলার রায় প্রকাশের জন্য দিন ধার্য ছিল এদিন দুপুর বারোটার দিকে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবু খান শাহিন কনক প্রকাশ্যে এজলাসে রায় ঘোষণা করেন। রায়ের বিষয় নিশ্চিত করে সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আইনজীবী এ্যাডভোকেট আঃ হাই বলেন সাংসদ হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো। আদালতে আমরা প্রমান তা করতে সক্ষম হয়েছি। স্বাক্ষী প্রমান নিয়ে আদালত আজকের এ রায় দিয়েছেন। আদালতের রায়কে শ্রদ্ধা জানাই। উল্লেখ্য ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বাদী হয়ে , শাহজাদপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রশিদ ও দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের পুত্র মোঃ হাসিবুর রহমান স্বপন আসামী করে ভুয়া আম মোক্তারনামা আদালতে দাখিলের অভিযোগে শাহজাদপুর আমলী আদালতে এই মামলা দায়ের করেছিলো। রায়ে মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হলো।