ছিনতাইকারীর ছুরিকাঘাতে শেকৃবি’র দুই শিক্ষার্থী আহত

ছিনতাই

শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকাঃ রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) কার্যালয়ের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন প্রথম বর্ষের ছাত্র কনকন চাকমা ও অভি চাকমা। তাঁরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অভির অবস্থা গুরুতর।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কনকন ও অভি আগারগাঁও থেকে নাশতা করে ফেরার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁরা র্যাব কার্যালয়ের সামনে পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার তাঁদের গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে চারজন ছিনতাইকারী ছুরি হাতে বের হয়ে মুঠোফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
শিক্ষার্থীদের ভাষ্য, একপর্যায়ে কনকন দৌড়ে পালানোর চেষ্টা