আত্মহত্যা নিয়ে ন্যান্সির ফেইসবুক স্ট্যাটাস

ন্যান্সি

শাহজাদপুর সংবাদ ডটকমঃ ন্যান্সি সুস্থ হবার পরে এই প্রথম তার আত্মহত্যা নিয়ে মুখ খুললেন। তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন সেদিন আসলে কি ঘটেছিল। তিনি দাবি করেছেন তিনি আত্মহত্যা করতে চাননি। আসুন তার ফেইসবুকের অবিকৃত স্ট্যাটাস দেখেনি।
আমার সকল দর্শক শ্রোতা, শুভাকাঙ্খী এবং মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা-

আপনারা ইতিমধ্যেই জানেন, ১০ মাস ধরে কোনো কারণ ছাড়াই আমার সব গানের শো বাতিল হয়ে যাচ্ছিলো। আয়োজকদের জিজ্ঞেস করলে তাঁরা দাবি করেন, আমার শোর নাকি টিকিট বিক্রি হয় না। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আমি তো বিশ্বাস করব না। নিশ্চয়ই এর পেছনে একটি মহলের বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে।

কিন্তু কেন?? আমি তো কারও ক্ষতি করিনি। আমি একজন শিল্পী। আমি গান গাই। আমি চলচ্চিত্র, টিভির অনুষ্ঠান এবং অডিও অ্যালবামে গান করছি। কিন্তু একজন শিল্পীর মূল আয় হয় স্টেজ শ