বিনোদন ডেক্স : অভিনেতা হিল্লোল ও নওশীনের একটি ভিডিও ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সমালোচনার ঝড় বইছে। ট্রেলার অব দ্য ফেক শিরোনামের এই ভিডিওটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের।
ভিডিওটিতে বেশ ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ মুহূর্তের বিছানা দৃশ্যে দেখা গেছে হিল্লোল এবং নওশীনকে। জানা গেছে দ্য ফেক শিরোনামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির ট্রেলার এটি।
কিন্তু কেউ কেউ বলছেন, ছবিটিতে অন্তরঙ্গ মুহূর্তে হিল্লোল-নওশীনের এই দৃশ্যটি ফেক। আবার ফেসবুকে কেউ কেউ লিখেছেন এটা কাটপেস্ট করে বসানো। ভিডিওটি নিয়ে নানা ধরণের মন্তব্য করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেগবান হচ্ছে এই বিতর্ক।
ইউটিউব সূত্র লিংক: http://www.youtube.com/watch?v=4ieikWF8Vyw শাহজাদপুর সংবাদ ডটকম/বিনোদন/পিএনএস/27.08.2014