শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাস্তির মেয়াদ কমার পর বৃহস্পতিবার প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলবদলে অংশ নেন তিনি। কলাবাগান ক্রীড়া চক্র ছেড়ে গাজী ট্যাংকে নাম লিখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলবদলের পর সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সাকিব জানান, লাল-সবুজের জার্সি গায়েই তিনি গর্ববোধ করেন। সংবাদ মাধ্যমের সাথে তার কথোপকথনটি শাহজাদপুর সংবাদ ডটকম এর পাঠকদের জন্য দেওয়া হলো।
প্রশ্ন : দলবদলের নিশ্চয়তার খবরটি কখন শুনতে পান?
সাকিব : আমি স্টেডিয়ামে অন্য কিছু কাজের জন্য গিয়েছিলাম। যখন ফিরছিলাম তখন সিইও আমাকে কল করেছিল এবং বলল যে, সব ক্রিকেটার যেভাবে দলবদল করেছে সেভাবে আমিও দলবদল করতে পারব। আমি চাইলে আজকেই দলবদল করতে পারব।
প্রশ্ন : দলবদল করতে পেরে কেমন লাগছে?
সাকিব : হ্যাঁ আমি বেশ খুশি।