জিরাফের মৃত্যুদণ্ড কার্যকর!

02

শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিশ্বজুড়ে মানুষ যখন মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠছে ঠিক তখনই মৃত্যুদণ্ড দেওয়া হলো একটি অবলা পশু জিরাফকে। তাও আবার জন্মনিয়ন্ত্রণ না করার অপরাধে।
এমন একটি ঘটনা ঘটেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। জানা যায়, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি চিড়িয়াখানায় সুস্থ্য-সবল একটি জিরাফের এই মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হয়। ম্যারিয়াস নামে ওই জিরাফটির মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর প্রায় ২৭ হাজার মানুষ তাকে বাঁচিয়ে রাখার জন্য পিটিশনে স্বাক্ষর করে। বিভিন্ন পার্ক ও চিড়িয়াখানা তাকে নিতেও আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাতেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের মন গলেনি। সিদ্ধান্তে অটল থেকে তারা জিরাফটির মৃত্যুদণ্ড কার্যকর করে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তারা চিড়িয়াখানার ভেতরের জিরাফদের অন্তঃপ্রজনন নিরুৎসাহিত করছেন। এ সিদ্ধান্তের আলোকেই জিরাফটির মৃত্যু

শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিশ্বজুড়ে মানুষ যখন মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠছে ঠিক তখনই মৃত্যুদণ্ড দেওয়া হলো একটি অবলা পশু জিরাফকে। তাও আবার জন্মনিয়ন্ত্রণ না করার অপরাধে। এমন একটি ঘটনা ঘটেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। জানা যায়, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি চিড়িয়াখানায় সুস্থ্য-সবল একটি জিরাফের এই মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হয়। ম্যারিয়াস নামে ওই জিরাফটির মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর প্রায় ২৭ হাজার মানুষ তাকে বাঁচিয়ে রাখার জন্য পিটিশনে স্বাক্ষর করে। বিভিন্ন পার্ক ও চিড়িয়াখানা তাকে নিতেও আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাতেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের মন গলেনি। সিদ্ধান্তে অটল থেকে তারা জিরাফটির মৃত্যুদণ্ড কার্যকর করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তারা চিড়িয়াখানার ভেতরের জিরাফদের অন্তঃপ্রজনন নিরুৎসাহিত করছেন। এ সিদ্ধান্তের আলোকেই জিরাফটির মৃত্যুদণ্ড দেওয়া হয়।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/31.08.2014