আইটিপিইসি’র সদস্যপদ লাভ করলো বাংলাদেশ



শাহজাদপুর সংবাদ ডটকমঃ ইনফরমেশন টেকনোলোজী প্রোফেশনালস এক্সামিনেশন কাউন্সিল-আইটিপিইসি’র সদস্যপদ লাভ করলো বাংলাদেশ। যার ফলে বাংলাদেশের আইসিটি পেশাজীবিদের আন্তর্জাতিক দক্ষতা পরিমাপের সুযোগ সৃষ্টি হলো।
আজ রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এ সংক্রান্ত এক সমঝোতা স্বারক স্বাক্ষর হয়।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন ও ইনফরমেশন টেকনোলোজী প্রোমশন এজেন্সী-আইপিএ’র পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসায়া তানাকা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা, জা

শাহজাদপুর সংবাদ ডটকমঃ ইনফরমেশন টেকনোলোজী প্রোফেশনালস এক্সামিনেশন কাউন্সিল-আইটিপিইসি’র সদস্যপদ লাভ করলো বাংলাদেশ। যার ফলে বাংলাদেশের আইসিটি পেশাজীবিদের আন্তর্জাতিক দক্ষতা পরিমাপের সুযোগ সৃষ্টি হলো। আজ রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এ সংক্রান্ত এক সমঝোতা স্বারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন ও ইনফরমেশন টেকনোলোজী প্রোমশন এজেন্সী-আইপিএ’র পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসায়া তানাকা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, জাপান এক্সর্টানাল ট্রেড অর্গানাইজেশন- জেটরোর প্রতিনিধি কিও কায়ানো, জাপানের অর্থ ও বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-মহাপরিচালক হিদিইয়োকি ওয়াসি, ও প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন। পরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি বলেন, আইটিপিইসি’র সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বে নতুন পরিচয়ে পরিচিতি পেল, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আশাবাদ ব্যক্ত করে বলেন, ্রঅচিরেই বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ রপ্তানী সম্ভব হবে। আর্ন্তজাতিক চাকরির বাজারে তথ্য প্রযুক্তি পেশাজীবিদের দক্ষতা পরিমাপে বাংলাদেশের আইটিপিইসি’র সদস্যপদ লাভ সহায়ক ভূমিকা রাখবে।