সবাই তো সুখী হতে চায়...তবে রেলমন্ত্রী কেন নয়?

01

শাহজাদপুর সংবাদ ডটকমঃ জীবনের পড়ন্ত বেলায় ৬৭ বছর বয়সে বিয়ের ঘোষণা দিয়ে চিরকুমার রেলমন্ত্রী মুজিবুল হক রীতিমতো ঝড় তুলেছেন। তাকে নিয়ে এবার আলোচনা খোদ সংসদেও।

বুধবার রেলমন্ত্রী সংসদে এসেছিলেন লাল টুকটুকে পাঞ্জাবী পরে। বিয়ের ঘোষণার পর তাকে এই পোশাকে পেয়ে রসিকতা করতে ছাড়লেন না তার সহকর্মীরা।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী। এ সময় বেশিরভাগ সদস্য তাকে অভিনন্দন জানান এবং সুখী দাম্পত্য জীবন কামনা করেন।

অধিবেশনে প্রশ্নকর্তা সরকারি ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্যরা বিলম্ব হলেও বিয়ের ঘোষণা দেয়ায় মুজিবুল হককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘রেলমন্ত্রীর চার্মিং চার্মিং ভাব। উনি এখন চার্মিং মুডে চলছেন।’

এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীকে অভিনন্দন জানালে তিনি গানের সুরে বলেন, ‘সবাই তো সুখী হত

শাহজাদপুর সংবাদ ডটকমঃ জীবনের পড়ন্ত বেলায় ৬৭ বছর বয়সে বিয়ের ঘোষণা দিয়ে চিরকুমার রেলমন্ত্রী মুজিবুল হক রীতিমতো ঝড় তুলেছেন। তাকে নিয়ে এবার আলোচনা খোদ সংসদেও। বুধবার রেলমন্ত্রী সংসদে এসেছিলেন লাল টুকটুকে পাঞ্জাবী পরে। বিয়ের ঘোষণার পর তাকে এই পোশাকে পেয়ে রসিকতা করতে ছাড়লেন না তার সহকর্মীরা। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী। এ সময় বেশিরভাগ সদস্য তাকে অভিনন্দন জানান এবং সুখী দাম্পত্য জীবন কামনা করেন। অধিবেশনে প্রশ্নকর্তা সরকারি ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্যরা বিলম্ব হলেও বিয়ের ঘোষণা দেয়ায় মুজিবুল হককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘রেলমন্ত্রীর চার্মিং চার্মিং ভাব। উনি এখন চার্মিং মুডে চলছেন।’ এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীকে অভিনন্দন জানালে তিনি গানের সুরে বলেন, ‘সবাই তো সুখী হতে চায়...।’ এ সময় সবাই হাসিতে ফেটে পড়েন। রেলমন্ত্রী বলেন, ‘সত্যিই বলেছেন আমার চার্মিং চার্মিং ভাব। কিন্তু মনে রাখবেন- সবাইতো সুখী হতে চায়। আমিও চাই।’ এরপর প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘বিলম্ব হলেও রেলমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হওয়ায় তাকে আমরা ধন্যবাদ জানাই। অনেক বোঝানোর চেষ্টা করেও সক্ষম হইনি। আশা করি, নতুন জীবন সঙ্গী পেয়ে জীবন যুদ্ধেও সার্থক হবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি।’ জবাব দিতে উঠে রেলমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘কোন ভাল কাজ একবারে না হওয়ার চেয়ে দেরীতে হওয়া ভাল।’ স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম হিন্দীতে একটি উক্তি করে পুরো সংসদে হাসির খোরাক যোগান। রেলমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, ‘লাল লাল হোটমে, মুজিব তেরা নাম হ্যায়’। এ সময় রেলমন্ত্রী হেসে বলেন, ‘আমার ঠোঁট কিন্তু লাল নয়’।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/11/09/2014