আশরাফুলের শাস্তি কমলো ৩ বছর

05

শাহজাদপুর সংবাদ ডটকমঃ মোহাম্মদ আশরাফুল ভক্তদের জন্যে সুখবর। বিসিবি ট্রাইব্যুনাল আশরাফুলের শাস্তির মেয়াদ আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর করেছে।আশরাফুলের আপিলের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নেয়। এর ফলে ৩ বছর পরই মাঠে ফিরতে পারবেন আশারাফুল। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বিসিবির ট্রাইব্যুনাল আট বছরের জন্য দেশের যেকোনো ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে। এদিকে, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরীকে নতুন করে ১০ বছরের শাস্তি দিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে দলটির ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর শাস্তি ১০ বছর বহাল রয়েছে।

 

 
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/সাইয়িদুজ্জামান/শাবী

শাহজাদপুর সংবাদ ডটকমঃ মোহাম্মদ আশরাফুল ভক্তদের জন্যে সুখবর। বিসিবি ট্রাইব্যুনাল আশরাফুলের শাস্তির মেয়াদ আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর করেছে।আশরাফুলের আপিলের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নেয়। এর ফলে ৩ বছর পরই মাঠে ফিরতে পারবেন আশারাফুল। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বিসিবির ট্রাইব্যুনাল আট বছরের জন্য দেশের যেকোনো ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে। এদিকে, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরীকে নতুন করে ১০ বছরের শাস্তি দিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে দলটির ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর শাস্তি ১০ বছর বহাল রয়েছে।     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/সাইয়িদুজ্জামান/শাবী