শাহজাদপুরে শিশু খুন

9-7-14-ds-pic-15

শাহজাদপুরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক ও জমাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যা কান্ডটি ঘটেছে। নিহত শিশুর নাম রাশিদুল ইসলাম (৯), সে উপজেলার ঘোড়শাল গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে। গত কাল বুধবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, গত কাল বুধবার সকালে এলাকাবাসী উক্ত গ্রামের গ্রামের মোল্লা মার্কেটের পূর্ব পাশের একটি জমির মধ্যে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে। নিহতের শরীরে ও গলায় কিছু চিন্থ দেখা গেছে। পরিবারের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, গত মঙ্গলবার রাতের কোন এক সময় শিশুটি নিখোজ হয়। এর পর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা। গত কাল বুধবার স

শাহজাদপুরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক ও জমাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যা কান্ডটি ঘটেছে। নিহত শিশুর নাম রাশিদুল ইসলাম (৯), সে উপজেলার ঘোড়শাল গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে। গত কাল বুধবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, গত কাল বুধবার সকালে এলাকাবাসী উক্ত গ্রামের গ্রামের মোল্লা মার্কেটের পূর্ব পাশের একটি জমির মধ্যে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে। নিহতের শরীরে ও গলায় কিছু চিন্থ দেখা গেছে। পরিবারের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, গত মঙ্গলবার রাতের কোন এক সময় শিশুটি নিখোজ হয়। এর পর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা। গত কাল বুধবার সকালে লাশটি বাড়ি থেকে কিছুদূরে খোলা জমি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক ভাবে স্বজনদের সঙ্গে জমাজমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এ ঘটনার জের ধরে তাকে স্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহন করা হবে।