আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চরকৈজুরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রামাণিক গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর লোকদের মধ্যে এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় হবি খাঁ ও তার ছেলে মজিবর খাঁকে প্রথমে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চরকৈজুরি গ্রামের লোকমান খাঁর ছেলে বগুড়া প্যারামেডিক্যাল কলেজের ছাত্র আব্দুল বাতেন খাঁকে গত মঙ্গলবার বগুড়ায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মারধর করে। এ খবর তার গ্রামের বাড়ি চরকৈজুরি জানাজানি হলে এ নিয়ে ওইদিন রাতেই প্রামাণিক গোষ্ঠী ও মে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চরকৈজুরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রামাণিক গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর লোকদের মধ্যে এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় হবি খাঁ ও তার ছেলে মজিবর খাঁকে প্রথমে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চরকৈজুরি গ্রামের লোকমান খাঁর ছেলে বগুড়া প্যারামেডিক্যাল কলেজের ছাত্র আব্দুল বাতেন খাঁকে গত মঙ্গলবার বগুড়ায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মারধর করে। এ খবর তার গ্রামের বাড়ি চরকৈজুরি জানাজানি হলে এ নিয়ে ওইদিন রাতেই প্রামাণিক গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষের জের ধরে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবারও তাদের মধ্যে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, এ সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার দাবি করলেও গুরুতর আহত হবি খাঁ ও তার ছেলে মজিবর খাঁ ছাড়া আর কারও নাম জানা যায়নি।