ফাহিম রহমানঃ কঠিন চ্যালেঞ্জ! ম্যাচের শেষ ৪ ওভার৷ দরকার ৪২ রান৷ কিন্তু উইকেটে আছেন তিনি৷ যাঁর মূলমন্ত্রই ‘চ্যালেঞ্জ রে বাসি আমি সবার চেয়ে ভালো’৷ এ রকম কঠিন চ্যালেঞ্জ বারবার উতরে দিতে পেরেছেন বলেই যার নাম হয়ে গিয়েছিল ‘দ্য ফিনিশার’৷
পরশু নাসির হোসেন আরও একবার নিজের এই নামের সার্থকতা প্রমাণ করলেন৷ বারবার লাগাম হাতবদল হওয়া ওই ম্যাচের ৪৭তম ওভারের ৩য়, ৪র্থ ও ৫ম বলে টানা ৩টি ছয়! শেষে সমীকরণ দাঁড়ায় ২ ওভারে প্রয়োজন ১৮ রান। এক সময় ৫ বলে প্রয়োজন ৭ রান। স্বীকৃত ব্
যাটসম্যান বলতে শুধু নাসির। ৫০তম ওভারের ২য় বলে ৪ রান, ৩য় বলে ২ রান এবং ৪র্থ বলে ১ রান নিয়ে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে তবেই ফিরলেন নাসির। শেষ ৪ ওভারে তাঁর ব্যাট থেকেই এসেছে ১৪ বলে ৩৩।
এই নাসিরকেই খুঁ