শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

MM- 001 copy
শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ’র কাছে ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে স্মারক লিপি পেশ করা হয়। এছাড়া সরকারের শিক্ষা সংকোচন-বাণিজ্যিকীকরণ- সাম্প্রদায়িকীকরণ প্রতিরোধ করে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতি চালুর দাবিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ দিন শাহজাদপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, র‌্যালি, মানববন্ধন ও স্মারক লিপি পেশ। সকাল ১১ টায় উপজ

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ’র কাছে ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে স্মারক লিপি পেশ করা হয়। এছাড়া সরকারের শিক্ষা সংকোচন-বাণিজ্যিকীকরণ- সাম্প্রদায়িকীকরণ প্রতিরোধ করে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতি চালুর দাবিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ দিন শাহজাদপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, র‌্যালি, মানববন্ধন ও স্মারক লিপি পেশ। সকাল ১১ টায় উপজেলা বাসদ কার্যালয় থেকে ছাত্র ফ্রন্টের এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, উপজেলা বাসদ নেতা এড. আনোয়ার হোসেন, কবীর আজমল বিপুল, ছাত্র ফ্রন্ট নেতা প্রতিক গুন, সবুজ খন্দকার, সুকৃতি আজমল, এমামুল হক, মুকুল আহমেদ, হৃদয় হোসেন প্রমূখ। বক্তারা ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহবান জানান।