বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহজাদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

জাহিদ হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। 

রোববার (০৬ডিসেম্বর) বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, মুস্তাক আহম্মেদ, আমিরুল ইসলাম শাহু, আব্দুস ছালাম ব্যাপারী, কে এম নাছির উদ্দিন, আনু লোদী, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সু

জাহিদ হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।  রোববার (০৬ডিসেম্বর) বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, মুস্তাক আহম্মেদ, আমিরুল ইসলাম শাহু, আব্দুস ছালাম ব্যাপারী, কে এম নাছির উদ্দিন, আনু লোদী, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারন সম্পাদক শেখ মোঃ রাসেল, ফারুক সরকার, হুমায়ুন কবির টিপু, শরিফুল ইসলাম মনি প্রমুখ। বক্তারা বলেন, জামায়াত শিবির ও মৌলবাদীদের আস্তানা বাংলাদেশে হবে না। যদি মৌলবাদীরা তাদের তৎপরতা চালাতে থাকে, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। বঙ্গবন্ধুর এই স্বাধীন বাংলাদেশে কোন রাজাকারের স্থান হবে না।