শাহজাদপুরে অগ্নিকান্ডে ২টি দোকান ভষ্মিভুত, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
editor@shahzadpursangbad.com
শাহজাদপুর প্রতিনিধিঃ- গত সোমবার রাত ১০টায় শাহজাদপুর উপজেলার মশিপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের লোক ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে এ দুটি দোকান পুড়ে যাওয়ায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সকালে মশিপুর বাজারে গিয়ে দেখা গেছে ক্ষতিগ্রস্থ দোকান মালিক আল-আমিন ও জুলহক আলী সবকিছু হারিয়ে আহাজারি করছে। আগুন লাগার কারন জানা যায়নি।