বেলকুচিতে সোহাগপুর কাপড়ের হাট ইজারা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :-
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচি পৌরসভা সোহাগপুর কাপড়ের হাটের একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করে। টেন্ডার বিজ্ঞপ্তিটি গত মঙ্গলবার বিকালে বেলকুচি পৌরসভায় টেন্ডার প্রকাশ করে বেলকুচি পৌরসভার মেয়র আলহাজ মফিজ উদ্দিন খাঁন (লাল খাঁন)। সোহাগপুর কলেজ হাট টেন্ডার বিজ্ঞপ্তির প্রকাশের পর ৪জন টেন্ডার ক্রয় করে। এর মধ্যে সর্বোচ্চ টেন্ডারটির ক্রয় মূল্য ১ কোটি ৩৬ লক্ষ ৫শত টাকার মাধ্যমে সোহাগপুর কাপড়ের হাটটি ইজারা পায় বেলকুচি পৌরসভার অন্তর্গত মুকুন্দগাঁতী গ্রামের বদর উদ্দিন মন্ডল।