সিরাজগঞ্জের বেলকুচি কলেজে নব নির্মিত অনার্স ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি :- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রাচিনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বেলকুচি কলেজের নব নির্মিত অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মজিদ মন্ডল এম পি র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস ছাড়াও জেলা ১৪-দলের সমণ্বয়ক মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল, আলহাজ গাজী সাইদুর রহমান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাইদুল আলম, আবু তাহের বক্তব্য রাখেন।