শাহজাদপুরের বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী অসিত বিস্বাসের পরলোক গমন
editor@shahzadpursangbad.com
রাম চন্দ্র সাহা মিলন : ১৯শে মার্চ বৃহস্পতিবার, শাহজাদপুরের মনিরামপুর বাজারের বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী চালাশাহজাদপুর গ্রামের মৃত কালিপদ বিস্বাসের ছোট সন্তান অসিত বিস্বাস (৫১) গতকাল বিকাল ৪,১০মিনিটে নশ্বরদেহ ত্যাগ ( দ্বির্বান লোকাল স্ব গচ্ছ তু ) করেছেন । গত রবিবার থেকে হার্ট ডিজিস এর কারনে তাকে প্রথমে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজে পরে ঢাকার এনাম মেডিক্যালে আইসিইউতে রেখে চিকিতসা করার সময় গতকাল ৪.১০মিনিটে সকলে মায়া ত্যাগ পরলোক গমন করেন । সন্ধ্যায় মরদেহ শাহজাদপুরে তার নিজস্ব বাসভবনে আনা হলে এ হদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয় । হাজার হাজার নারী পুরুষ এক নজর দেখার জন্য তার বাসভবনে সমবেত হয় । সন্ধ্যায় ৭টায় তার মরদেহ বাণী পাঠাগার মন্দির প্রাঙ্গনে রাখা হয় শ্রদ্বা নিবেদনের জন্য ।পরে শ্রীশ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রমে নেওয়া ,সেখানে শ্রী শ্রী সন্তোষ কুমার সাহা অসিত বিস্বাস এর স্মৃতির উদ্দের্শ্য বক্তব্য প্রদান করেন । তারপর মনিরামপুর বাজারে চিরাচরিত তার পরিচিত অঙ্গনে শ্রী শ্রী কালী মাতার মন্দির প্রাঙ্গনে শ্রদ্বা নিবেদনের জন্য রাখা হয় সেখানে মন্দির কমিটি, স্বর্ণ ব্যবসায়ীরা ফুলের তোরা দিয়ে শ্রদ্বা নিবেদন