উল্লাপাড়ায় ঘাতক ট্রাক কেঁড়ে নিল স্কুল ছাত্রীর প্রাণ
editor@shahzadpursangbad.com
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সোমবার বিকেল ৩টার দিকে বগুড়া-নগরবাড়ী মহা-সড়কে উল্লাপাড়া উপজেলার কোণাবাড়ী গ্রামের পাশে ঘাতক ট্রাক কেঁড়ে নিল আয়শা খাতুন (৭) নামের এক স্কুল ছাত্রীর প্রাণ। সে উপজেলার ইসলামপুর গ্রামের আলামিন হোসেনের মেয়ে। আয়শার পরিবার সুত্রে জানা গেছে, ঘটনার সময় আয়শা স্কুল থেকে বাড়ী ফিরছিল। ঘাতক ট্রাকটি তাকে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। সে বালশাবাড়ী আইডিয়াল কেজি স্কুলের নার্সারী শ্রেণীর ছাত্রী।