উল্লাপাড়ার চৈত্রহাটি মন্দির প্রাচীরে আগুন

চন্দন কুমার আচার্য ঃ মঙ্গলবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি কালী মন্দিরের সীমানা প্রাচীরের দক্ষিণ-পশ্চিম পাশের রান্না ঘর সংলগ্ন স্থানে কে বা কারা খরকুটো রেখে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পাশ্ববর্তী লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে মন্দিরের প্রধান অঙ্গনে ক্ষতি না হলেও সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মন্দির কমিটির সভাপতি এ্যাড. সুকুমার দাস জানান। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনাস্থল ঘুরে এসে জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এই আগুন দেওয়া হয় বলে পুলিশের ধারণা। তিনি বুধবার মন্দির অঙ্গনে স্থানীয় লোকজনকে ডেকে সবাইকে সর্তক থাকতে এবং রাতে মন্দির পাহারার ব্যবস্থা নিয়েছেন বলে উল্লেখ করেন।