বেলকুচিতে যুব সমাজ নেশাসক্ত হয়ে পড়ছে

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ মাদক এক ভয়ানক নেশা হলেও বেলকুচির যুবসমাজ ক্রমাগত নেশাসক্ত হয়ে পড়ছে।দিন দিন নেশ্সক্তের সংখ্যা বেড়েই চলেছে। যারা নিত্য নতুন রোজগার করে হাতে নগদ টাকা এ ধরনের স্বল্প শিক্ষিত, অশিক্ষিত যুবকেরা বেশীর ভাগ নেশার দিকে ঝুকে পড়ছে।তারা সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আড্ডা দিচ্ছে নেশা দ্রব্য নিয়ে। বেলকুচি পৌর এলাকায় ওয়াপদা রোড থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের আশপাশ এলাকা, বাসষ্ট্যান্ড এলাকায় এসব আড্ডা জমছে বেশী। এ ছাড়াও পৌর এলাকায় ভিতর নির্জন স্থানে এমনকি অজপাড়াগায়েও দেদারছে বিক্রী হচ্ছে মাদকদ্রব্য। মাস খানেক আগে বেলকুচি ডিগ্রী কলেজ এলাকা থেকে ৭০ পিস ইয়াবা সহ এবং চন্দনগাঁতী গ্রামের ২০০পিচ ফেনসিডিল সহ আটক করেছে বেলকুচি থানা পুলিশ। বিভিন্ন সুত্রের মাধ্যমে জানা যায়, পৌর এলাকার অনেক পরিবার তাদের মাদকাসক্ত সন্তানদের নিয়ে বিপাকে পড়েছে।