সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে বেলাল হোসেন (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা যায়, ২০১০ সালে জেলার চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজল হক প্রামাণিকের মেয়ে বিলকিস খাতুনের (২০) সঙ্গে বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে ২০১৪ সালের ১৪মে রাতে বেলাল হোসেন তার স্ত্রী বিলকিস খাতুনকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতর বড় ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ দিন আসামি বেলাল হোসেনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার নগদ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। বাকি তিন আসামিকে আদালত বেকসুর খালাস দেন। এ বিষয়টি সরকারি পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান নিশ্চিত করেছেন। উল্লেখ্য এ মামলার বাদী ও আসামি দু’জনের নামই বেলাল হোসেন।