বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ও চালা বাজার ঘুরে দেখা যায়, বেলে বাংগি আমদানী হয়েছে ব্যাপক। ক্রয়ও করছে ক্রেতারা বেশী। বাংগি বিক্রেতা মহির উদ্দিন, শফিক হোসেন, জিয়া জানান, গ্রীস্মকালীন ফল হিসাবে বেলে বাংগি আমদানীও করা হচ্ছে প্রচুর এবং বিক্রিও হচ্ছে প্রচুর। চরাঞ্চলে ছোট ও মাঝারি ধরনের বাংগি চাষ চরাঞ্চলে বেশী হয় এবং খেতেও বেশ মজা। বেলকুচির চর, মুলকান্দির চর, বেড়াখারুয়ার চরাঞ্চলের চাষীদের নিকট থেকে জানা যায়, চরাঞ্চলে গত বৎসরের তুলনায় এবার বাংগি উৎপাদন বেশী হয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই এই ফল পাকতে থাকে এবং একদিন ঘরে থাকলেই বাংগি ফেটে চৌচির হয়ে যায়। তাছাড়া দোঁআশ মাটিতে বাংগি বড় হয় ঠিকই কিন্তু খেতে তেমন ভাল লাগে না। অপর দিকে চোহালী উপজেলার চরাঞ্চলে যে বাংগি