চন্দন কুমার আচার্য :- সোমবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মানব পাচার করার অপরাধে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, অত্র উপজেলার মাইঝাইল দক্ষিণপাড়া গ্রামের খয়ের আলমের পুত্র শহিদুল ইসলাম (৩৮) বেশ কয়েক বৎসর যাবত ট্রলার যোগে মানব পাচার করে আসছিল। মানব পাচারকারী সক্রিয় সদস্য শহিদুল ইসলামের নামে বেলকুচি থানায় ২টি মামলা রয়েছে। বেলকুচি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলাম (৩৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শহিদুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।