বেলকুচিতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

belkuchi-m-c--pic--09-06-15বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার দিনব্যাপি বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-(ডরপ) এর বাস্তবায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেই অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় রাজাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-(ডরপ)এর প্রধান কার্যালয়ের প্রেগাম ম্যানেজার দিদার উদ্দিন, ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আবুল মুনসুর ফকির, ইউপি মহিলা প্যানেল চেয়ারম্যান রেনু আক্তার, ইউপি সদস্য শাহআলম, সাইফুল ইসলাম, নুরমোহাম্মদ,জাফরুল ইসলাম,