গতকাল শুক্রবার রাতে এই চক্রটি জাল টাকা আদান প্রদান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এ,এসআই মহিউদ্দিন সংগীয় পুলিশ ফোর্স উপজেলার পারকোলা বাজার থেকে দুইজনকে দুই হাজার পাচঁশত জালটাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার যুগ্নিদহ গ্রামের আমজাদ মোল্লার পুত্র আবুল কালাম(৩০) ও মৃত হাতেম মোল্লার পুত্র বাবু মোল্লা(৩৮) । এদের নামে শাহজাদপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ০৬, তারিখ ০৪/০৯/১৫ ইং। ঈদকে সামনে রেখে জালটাকার সরবরাহকারী চক্রটি সক্রীয় হয়ে উঠেছে। গ্রেফতারকৃতরা ঈদকে সামনে রেখে শাহজাদপুরসহ বিভিন্ন জায়গায় জালটাকা ছড়িয়ে দিচ্ছে। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক এবং ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, জাল টাকা সরবরাহকারী চক্র ঈদকে সামনে রেখে যতই সক্রীয় হয়ে উঠুক আমরা তা দমন করবো। কোন ভাবেই এই চক্রটিকে সক্রীয় হতে দেবনা । আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
গতকাল শুক্রবার রাতে এই চক্রটি জাল টাকা আদান প্রদান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এ,এসআই মহিউদ্দিন সংগীয় পুলিশ ফোর্স উপজেলার পারকোলা বাজার থেকে দুইজনকে দুই হাজার পাচঁশত জালটাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার যুগ্নিদহ গ্রামের আমজাদ মোল্লার পুত্র আবুল কালাম(৩০) ও মৃত হাতেম মোল্লার পুত্র বাবু মোল্লা(৩৮) । এদের নামে শাহজাদপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ০৬, তারিখ ০৪/০৯/১৫ ইং। ঈদকে সামনে রেখে জালটাকার সরবরাহকারী চক্রটি সক্রীয় হয়ে উঠেছে। গ্রেফতারকৃতরা ঈদকে সামনে রেখে শাহজাদপুরসহ বিভিন্ন জায়গায় জালটাকা ছড়িয়ে দিচ্ছে। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক এবং ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, জাল টাকা সরবরাহকারী চক্র ঈদকে সামনে রেখে যতই সক্রীয় হয়ে উঠুক আমরা তা দমন করবো। কোন ভাবেই এই চক্রটিকে সক্রীয় হতে দেবনা । আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।