নিখোঁজের তিন দিন পর খন্ডিত লাশ উদ্ধার হলেও ৫ দিনেও কেউ গ্রেফতার হয়নি

শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুরে নিখোঁজের তিন পর খন্ডিত লাশ উদ্ধার হলেও ৫ দিনের মধ্যে গ্রেফতার হয়নি কেউ। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার করশালিকা গ্রামে একটি ফুটবল খেলাকে কন্দ্রে করে দন্দের জের ধরে ঐদিন নিখোজ হওয়া নওশাদ আলীর পুত্র মাসুদ(২২) এর নিখোজ হওয়ার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাসুদের পিতা নওশাদ বাদী হয়ে একই গ্রামের মৃত ময়লাল মোল্লার ছেলে জামাল(৫৫), সাকা(৫২), ছমের(৪৮), মোংলা(৪৬), জামাল মোল্লার পুত্র সেরাজুল(২৭), রেজাউল(২২),মৃত আব্দুল শেখের পুত্র আঃ করিম(৩৫), মৃত শেরাজুল প্রাং এর পুত্র আবু বক্কর (৪৬), মোংলার পুত্র বেল্লাল(২০), মৃত শহর আলীর পুত্র নুর চাঁদ(৫০), মানিক(৪২), শুকচাঁদ(৩৮),সকিম চাঁদ(২২)সহ মোট ৩৭ জনকে আসামী ও আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি গুমের মামলা করেন। মামলা করার ২ দিন পর পুলিশ আমিনপুর থানার যমুনা নদী থেকে অর্ধ খন্ডিত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে পুলিশ লাশের ডি,এন,এ টেষ্ট করার জন্য মেডিকেলে পাঠায়। পুলিশের দাবি লাশের ডি.এন,এ টেষ্ট করে বোঝা যাবে লাশটি মাসুদের কি না? এদিকে লাশ উদ্ধারের পর থেকেই পরিবারের দাবি উদ্ধার হওয়া লাশ মাসুদের। এদ