শাহজাদপুরে বাংলা লোকনাট্য উৎসব হচ্ছে আজ

ডেস্ক রিপোর্টঃ হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে, এসো প্রাণের আলোয় করি দূর কালের অন্ধকার এই শ্লোগান নিয়ে আজ শুক্রবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটারের আয়োজনে ‘বাংলা লোকনাট্য উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে থাকছে আলোচনা, জারি গান, বাউল গান, ধুয়া গান, শ্রীরূপ খ্যাপার গান, দেশের গান, কবিতা আবৃত্তি, কৌতুক, লোকনৃত্য ও ফারুক প্রধানের ভাবনায়, ম.জাহান রচিত ও নির্দেশিত নাটক ‘জেগেছে এবার জনতা’। শাহজাদপুর হাইস্কুল শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, প্রধান শিক্ষক এস,এম সাইফুল ইসলাম, সাংবাদিক আতিক সিদ্দিকী, নাট্য ব্যাক্তিত্ব কাজী শওকত, ম.জাহান। জারি গান পরি

ডেস্ক রিপোর্টঃ হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে, এসো প্রাণের আলোয় করি দূর কালের অন্ধকার এই শ্লোগান নিয়ে আজ শুক্রবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটারের আয়োজনে ‘বাংলা লোকনাট্য উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে থাকছে আলোচনা, জারি গান, বাউল গান, ধুয়া গান, শ্রীরূপ খ্যাপার গান, দেশের গান, কবিতা আবৃত্তি, কৌতুক, লোকনৃত্য ও ফারুক প্রধানের ভাবনায়, ম.জাহান রচিত ও নির্দেশিত নাটক ‘জেগেছে এবার জনতা’। শাহজাদপুর হাইস্কুল শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, প্রধান শিক্ষক এস,এম সাইফুল ইসলাম, সাংবাদিক আতিক সিদ্দিকী, নাট্য ব্যাক্তিত্ব কাজী শওকত, ম.জাহান। জারি গান পরিবেশন করবেন, খোরশেদ আলম বয়াতী, বাউল গান পরিবেশন করবেন, সুর ঝংকার বাউল শিল্পী বৃন্দ, ধুয়া গান পরিবেশন করবেন, আব্দুল মতিন, শ্রীরূপ খ্যাপার গান পরিবেশন করবেন, সধীর সরকার, সুনীল সরকার, মাধব সরকার, অষ্টলাল সরকার, আবৃত্তি করবেন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও সরকারী কলেজ শাখা। কৌতুক ও লোকনৃত্য পরিবেশন করবেন, স্থানীয় শিল্পীরা। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে এ লোকনাট্য উৎসবের উদ্বোধন করা হবে।