শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শুক্রবার ইফতার পূর্ববর্তী সন্ধ্যায় শাহজাদপুর উপজেরলার পৌর সদরের মনিরামপুর বাজারে এমপির সুপারিশে দলীয় নেতাদের কাছ থেকে ধান ক্রয় বন্ধ, হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবীতে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা বাসদ এ মানববন্ধন ও পথসভার আয়োজন করে। এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত কৃষকরা এসে যোগ দেয়। মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন,মাহজাদপুরউপজেলা বাসদের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন,কমরেড আব্দুল্লাহ, কমরেড মোহাম্মদআলী চান্নু, কমরেড আব্দুল খালেক,কমরেড মজাম্মেল হক প্রমূখ নের্তৃবৃন্দ। বক্তারা বলেন,শাহজাদপুর সহ সারা দেশে সরকার দলীয় এমপিদের সুপারিশে ও উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে খাদ্য বিভাগের গুদাম কর্মকর্তারা সরকার দলীয় নেতাদের কাছ থেকে ধান ক্রয় করছে। দলীয় নেতারা চাতাল মালিকদের কাছ থেকে ধান ক্রয় করে ট্রাক দিয়ে তা গুদামে মজুদ করছে। দলীয় এ সব সুবিধা ভোগী নেতাদের কাছ থেকে ধান ক্রয় বন্ধ করে প্রতিটি উপজেলার হাটে হাটে সরকারী ক্রয় কেন্দ্রে খুলে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবী জানান বক্তারা। এ ছাড়া সকল গুম হত্যা বন্ধ করে মানুষের যান মালের নিরাপত্তা ও ঈদের আগে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবী জানান তারা।