ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন সড়কে র‌্যালিটি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইসলামিক ফাউন্ডেশানের ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মনসুর রহমান প্রমূখ।


প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘ইসলাম শাস্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।’ বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সম

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন সড়কে র‌্যালিটি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইসলামিক ফাউন্ডেশানের ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মনসুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘ইসলাম শাস্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।’ বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জঙ্গিবাদ বিরোধী সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তারা জামায়াত-শিবির, যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহবানও জানিয়েছেন।#